অনলাইন গণমাধ্যম সম্পর্কিত কিছু কথা

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০

রুহুল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

গণমাধ্যম সমাজের আয়না। আয়নায় যেমন নিজের মুখ দেখা যায়, গণমাধ্যমেও তেমনি সমাজের সার্বিক চিত্র দেখা যায়। ঘরে বসেই ভালো-মন্দ সব খবর পাওয়া থেকে শুরু করে পর্যবেক্ষন কিংবা বিশ্লেষন করা যায়।

এই সংবাদগুলো একেবারে শিকড় সমেত তুলে আনেন যে কারিগর, তিনিই গণমাধ্যমকর্মী। গণমানুষের কথা বলার মাধ্যম হিসেবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বাহিরেও আধুনিক তথ্য প্রবাহের এ যুগে সংবাদপত্রের জগতে অনলাইন সংবাদ মাধ্যম একটি যুগান্তকারী অধ্যায় রচনা করেছে।

ফলে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সাংবাদিকরা কম্পিউটার, ল্যাপটপ কিংবা হাতের মুঠোতে থাকা স্মার্ট ফোনের বদৌলতে মুহূর্তের মধ্যেই সংবাদ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছে। আধুনিক তথ্য প্রযুক্তির এ যুগে অনলাইন একটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম।

কে/কোন প্রতিষ্ঠানে কাজ করি? তা মূখ্য বিষয় কখনোই মনে করি না। আমার বড় পরিচয় আমি একজন গণমাধ্যমের সৈনিক। অগ্রজ সাংবাদিক নেতাদের কাছে অনুরোধ করবো, নিজেদের শক্তিকে আপনারা এভাবেই ভূলে যাবেন না। নিজেদের মধ্যে কাড়াকাড়ি ভূলে এখনিই রুখে দাড়ান। গণমাধ্যমকে বাঁচান, নিজেও বাঁচুন, আমাদেরও বাঁচান’।

সাধারণ সম্পাদক
তাড়াইল অনলাইন প্রেসক্লাব
কিশোরগঞ্জ




error: Content is protected !!