
আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি
দক্ষিনবঙ্গের অবিসাংবাদিত নেতা, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, সদরে জমিয়ত মুফতী মোহাম্মদ ওয়াক্কাস গুরুতর অসুস্থ। অসুস্থ মুফতি ওয়াক্কাস কে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার ঢাকায় নেওয়া হয়েছে। মুফতি ওয়াক্কাস সাহেবের রোগ মুক্তির কামনায় তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যেগে এক দুয়া মাহফিল এর আয়োজন করা হয়। তাকওয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় নেতা মাওলানা আশরাফ ইয়াছিন এর সভাপতিত্বে, তাকওয়া যশোর সমন্বয়ক নাসিম খানের সঞ্চালনায় দুয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হাসান আল মামুন, এসময় উপস্থিত ছিলেন কাজি সবুজ, মাওলানা মুহিববুল্লাহ, ইউসুফ আলি, আতাউল্লাহ, আজাদ মৃধা প্রমুখ।