আইক্লাউডের তথ্য এনক্রিপ্ট করবে না অ্যাপল

প্রকাশিত: ৭:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

আইক্লাউডে ‘অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন’ সুবিধা চালুর পরিকল্পনা করলেও এফবিআইয়ের চাপের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করেছে অ্যাপল।

অনলাইন স্টোরেজ সেবাটিতে এ সুবিধা চালু হলে ব্যবহারকারীদের বিনিময় করা সব বার্তা এনক্রিপ্ট বা বিশেষ কোডে পরিণত করে সংরক্ষণ করা যেত। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাইবার অপরাধী বা হ্যাকাররা স্টোরেজ সেবাটি হ্যাক করলেও বার্তা পড়তে পারত না। এমনকি অ্যাপল কর্তৃপক্ষও জানতে পারত না।

আর তাই তদন্তের স্বার্থে এ প্রযুক্তি বাস্তবায়ন না করতে অ্যাপলকে অনুরোধও করে মার্কিন সংস্থাটি।

সূত্র : ইন্টারনেট




error: Content is protected !!