আউশকান্দিতে ৩ শতাধিক পরিবারের মধ্যে এনা ট্রান্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহর পক্ষথেকে  সাড়ে ৬ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ৷

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৪
স্টাফ রিপোর্টার: ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে আন্ত:জেলা বিলাস বহুল লাক্সারি চেয়ার কোচ এনা পরিবহনের স্বত্ত্বাধিকারী ও এনা ট্রান্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহর উদ্যোগে অত্র আউশকান্দি ইউনিয়নের ৩ শতাধিক দু:স্থ অসহায় ও সুবিধাভোগীদের মধ্যে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ গত ৫ মার্চ মঙ্গলবার বিকাল ৪টায় আউশকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চেয়ারম্যান মো:  দিলাওর হোসেনের সভাপতিত্বে  উক্ত  অনুষ্ঠান সম্পন্ন হয়৷ আউশকান্দি কাউন্টারের প্রোঃ বকুল মিয়ার সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বাস মালিক সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ শ্রমিক নেতা ফলিক আহমেদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জি,এম,ঢাকা এম,এ জসিম উদ্দিন,এজি,এম মাঈনুদ্দিন (স্বপন),
 জি,এম, সিলেট এম, নূর মোস্তফা,বি-বাড়ীয়া জেলা ট্রাক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম.মুজিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,সাংবাদিক হাসান আহমেদ,সাংবাদিক আলী হোসেন প্রমূখ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আউশকান্দি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের মেম্বার বৃন্দ  সহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্যগণ৷ মাহে রমজানকে সামনে রেখে গরীব অসহায় দুঃস্থরা এই খাদ্য সামগ্রী চাল,ডাল,ভোজ্য তেল, খেজুর,চিনি,সেমাই সহ যাবতীয় খাদ্য সামগ্রী  পেয়ে এনা ট্রান্সপোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন৷ অনেকেই ত্রাণ পেয়ে মহাখুশিতে সংশ্লিষ্ট সকলের জন্য মনখোলে দোয়া/ আশির্বাদ করেন৷



error: Content is protected !!