আজমিরীগঞ্জজে দিন দিন চোরের উপদ্রব আশংখাজনক ভাবে বৃদ্ধি এলাকায় চোর আতংক

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২১

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জে চোরের উপদ্রব আশংখাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিরাতে কোন না কোন বাড়িতে হানা দিচ্ছে চোরের দল। এতে করে অনেক গ্রামে রাত জেগে পাহারা দিচ্ছে লোকজন। এলাকায় চোর আতংক দেখা দিয়েছে।
জানা যায়,
আজমিরীগঞ্জ পৌর সভাধীন বাজার সহ বিভিন্ন গ্রামে দিন দিন চোরের উপদ্রব আশংথাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিন কোন না কোন বাড়িতে ও বাজারের ব্যকসা প্রতিষ্টানে হানা দিচ্ছে চোরেরদল। এতে করে চোরের কবল থেকে নিজেদের রক্ষা করতে বিভিন্ন গ্রামে রাতজেগে পাহারা দিচ্ছে লোকজন। চোরের আতংক দেখা দিয়েছে এলাকায়। এদিকে স্হানীয় সূত্র জানায়,
আজমিরীগঞ্জ পৌর এলাকার ভাটি সমিপুর গ্রামের অদূরে মসজিদের সৌর বিদ্যুতের ব্যাটারি, রামকৃষ্ণ মিশন সংলগ্ন বিশ্ব রায়ের ৪ টি মোটর ও ১ টি মোটর বাঁধার কয়েলসহ চুরি হয়ে গেছে। অপর দিকে বাজারের ভূঁইয়া মার্কেটের অদূরে নিপু রায়ের ক্যাশ চুরি করে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এক টোকাই। ওই টোকাই চোরকে আশপাশের লোকজন আটক করে ধরে উত্তম মধ্যম দেয়। পর তার নিকট থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া একই এলাকার বেশ কিছু গ্রামে প্রতিরাতে চোরের দল হানা দিচ্ছে। তাই রাত জেগে পাহারা দিচ্ছে এলাকার লোকজন।




error: Content is protected !!