আজমিরীগঞ্জে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ভূমিদস্যু কাউন্সিলর প্রদীপকে অর্ধলক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

অপরাধ ডেস্কঃ
আজমিরীগঞ্জে অবৈধ ভাবে মাটি উত্তোলনের দায়ে ভূমিদস্যু কাউন্সিলর প্রদীপকে অর্ধলক্ষ টাকা জরিমানাঃ
আজমিরীগঞ্জে প্রায় সময় প্রশাসনকে আড়াল করে সরকারি খাস জমি অর্থাৎ কুশিয়ারা নদীর তীরে ভূমিদস্যুদের মাটি উত্তোলনের উৎসব চলতো।কখনো ট্রলি,বা ট্রাকে করে নিয়ে যেত মাটি।
আজ মঙ্গলবার ভূমিদস্যু কাউন্সিলর প্রদীপ কুমার রায়ের নেতৃত্বে সরকারি খাস জমি কুশিয়ারা নদী থেকে মাটি উত্তোলন করলে,বিষয়টি আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে আসে।
ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খানের নেতৃত্বে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে আজমিরীগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের সমীপুর গ্রামের মৃতঃদ্বীনেশ চন্দ্র রায়ের পুত্র ভূমিদস্যু প্রদীপ রায়কে বালুমহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ অনুসারে ৫০,০০০/ হাজার টাকা জরিমানা করা হয়।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান জানান,অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।




error: Content is protected !!