আজমিরীগঞ্জে এসিল্যান্ডের নাম ভাঙ্গিয়ে ও ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে চাঁদা দাবি
নিজস্ব প্রতিনিধি– আজমিরীগঞ্জে সহকারী কমিশনার ( ভুমি) উত্তম কুমার দাসের নাম ভাঙ্গিয়ে ও ভ্রাম্যমান আদালতের ভয় দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ চক্র। এ ব্যপারে গতকাল বুধবার থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেছেন সহকারী কমিশনার উত্তম কুমার দাস ৷
জানাযায়,
আজমিরীগঞ্জ বাজারের মিষ্টি ব্যবসায়ী টুম্পা মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রিতেশ রায়ের ব্যবহৃত মোবাইল ফোনে ০১৭১৫৭৩৩৯৩৫ নাম্বার থেকে গত মঙ্গলবার একটি কল আসে। উক্ত মোবাইল ফোন ব্যবহারকারী নিজেকে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভুমি) উত্তম কুমার দাস হিসেবে নিজেকে পরিচয় দেয় ৷ মোবাইলে বলে যে, কিছুক্ষণ পর আপনার প্রতিষ্টান টুম্পা মিষ্টান্ন ভান্ডারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, দুই লাখ টাকা জরিমানা করা হবে। তখন রিতেশ রায় বলে, স্যার আমি ক্ষুদ্র ব্যবসায়ী আমাকে এতো টাকা জরিমানা করলে আমি কিভাবে দেব? প্রতিউত্তরে ওই প্রতারক বলে যে, ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে না।আপনি উক্ত নম্বরে ১৫ হাজার টাকা বিকাশ করুন। ৷তখন রিতেশ রায় বলে যে, আমি এত টাকা দিতে পারব না। সর্বশেষ দর কষাকষিতে ৪ হাজার টাকা দিতে সাব্যস্ত হয়। প্রতারক তাৎক্ষনিক উক্ত নাম্বারে টাকা বিকাশ করতে বললে, কৌশলে বেঁকে বসেন রিতেশ রায়। তিনি সন্ধ্যার সময় বিকাশে টাকা পাঠাবেন বলে ফোন কেটে দেন ৷ কিছুক্ষণ পর প্রতারক চক্রের অন্য এক সদস্য ০১৭২৫৪৬৬৬০৭ নাম্বার থেকে পুনঃরায় রিতেশ রায়ের মুটোফোনে সহকারী কমিশনারের পিয়ন পরিচয় দিয়ে ফোন করে ৷সে রিতেশকে বলে যে, আপনি স্যারের ফোন কেটে দিলেন কেন ? রিতেশ জবাবে বলে, আমি এখন টাকা দিতে পারব না ৷ পর রিতেশ রায় বাজারে কয়েকজন ব্যবসায়ীকে বিষয়টি অবহিত করে। টাকা না পাঠিয়ে সরাসরি সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাসের সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন ৷ ঘটনার পরদিন বুধবার সকালে রিতেশ রায় সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাসের সাথে দেখা করে বিষয়টি জানালে অবাক হয়ে যান সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাস ৷
পর থানায় গিয়ে উক্ত দুইটি নাম্বারের চাঁদা দাবির বিষয়ে একটি সাধারন ডায়েরী দায়ের করেন (ডায়েরী নং -৫২৬) সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাস৷
এ ব্যাপারে, সহকারী কমিশনার (ভুমি) উত্তম কুমার দাস বলেন -বিষয়টি শুনে আমি তাৎক্ষনিক থানায় উক্ত নাম্বার দুটি এবং চাঁদা দাবীর বিষয়ে একটি সাধারন ডায়েরী করেছি ৷ সবার কাছে আমার এই বার্তা থাকবে -আপনারা কোন ভাবেই প্রতারক চক্রের খপ্পরে পরবেন না। যদি এ ধরনের ফোন আসে সরাসরি আপনারা আমার অফিসে এসে আমার সাথে যোগাযোগ করবেন।