আজমিরীগঞ্জে কঠোরতম বিধিনিষেধে লাইসেন্স বিহীন মোটরসাইকেল চালককে অর্থদণ্ড, বাল্যবিবাহ পন্ডু ও জরিমানা
স্টাফ রিপোর্টার- আজমিরীগঞ্জে আজ শুক্রবার ২য় পর্যায়ের লকডাউনের কঠোরতম বিধিনিষেধ পালনের ৮ম দিনের মত ম্যাজিস্ট্রেট-সেনাবাহিনী-পুলিশ-আনসার সমন্বয়ে যৌথবাহিনীর টহল ও মোবাইল কোর্ট চলমান ছিল।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁন এর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে ছিল সেনা ও পুলিশের টিম।
জনসচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি অমান্য করা ও লাইসেন্স বিহীন মোটর সাইকেল চালনা করায় ০৭ জনকে অর্থদন্ড এবং বাল্যবিবাহের আয়োজন করায় আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামে একটি বাল্য বিবাহ পন্ড করে দেয়া হয়। একই সময় কনের মাতাকে অর্থদন্ড প্রদান করা হয়। সর্বমোট ০৮ টি মামলায় ৮,২০০ টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত।