আজমিরীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে চালক সহ ৩ মোটরসাইকেল গুরুতর আহত হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে চালক সহ ৩ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এরমধ্যে গুরুতর আহত একজনকে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়,
আজমিরীগঞ্জ পৌর সভাধীন উপজেলা পরিষদের অদূরে স্ট্যান্ড থেকে আজ মঙ্গলবার মোটরসাইকেল চালক ২ জন যাত্রী নিয়ে শিবপাশার পশ্চিমবাগের উদ্দেশ্যে রওয়ানা দেয়। অন্যদিকে একই এলাকার লালমিয়া বাজার থেকে যাত্রী নিয়ে একটি মিশুক ( অটোরিক্সা) জলসুখার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ওই দু’টি যাত্রীবাহী যানবাহন এলাকার এ,বি,সি মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছলে একটি অন্যটিকে ওভারটেক করতে থাকে। একই সময় অর্থাৎ রাত অনুমানিক বিপরীত দিক থেকে দ্রুতবেগে একটি ট্রাক্টর চলে আসলে, উভয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় দ্রুতবেগে আসা ট্রাক্টরটি যাত্রীবাহী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ও ২ আরোহী সহ মোট ৩ জন গুরুতর আহত হয়। ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে যায়। তবে ট্রাক্টরটি আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট গ্রাম থেকে বাজারের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পর আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতরা হল, শিবপাশার পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা মোঃ সমুজ আলীর পুত্র মোতালিব (২২) একই গ্রামের মোঃ আব্দুল কাদিরের পুত্র সালাউদ্দিন ( ২২) ও মোঃ আশিক মিয়ার পুত্র আফতাব (২৮)। এরমধ্যে গুরুতর আহত একজনকে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে দূর্ঘটনা কবলিত দু’টি যানবাহনের ধাক্কা লেগে যাত্রীবাহী মাশুক ( অটোরিক্সা) টিও রাস্তায় ছিঁটকে পড়ে। তবে তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে স্হানীয় লোকজন জানায়।




error: Content is protected !!