আজমিরীগঞ্জে দুই জুয়ারিকে ভ্রাম্যমাণ আদালতের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জে দুই জুয়ারির প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেছেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হল, ১ নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা গউছ মিয়ার পুত্র সাজন মিয়া ও সাফাত উল্লাহর পুত্র পূর্ণচাঁন মিয়া।
জনা যায়,
আজমিরীগঞ্জ পৌর এলাকার জগৎপুর গ্রামের অদূরে শিব চতুর্দশী উপলক্ষে প্রতিবছরের ন্যায় গতকাল শুক্রবার মঠের মেলার আয়োজন করা হয়। ওই মেলায় তাসের মাধ্যমে জুয়াখেলার বোর্ড বসায় একই এলাকার অর্থাৎ ১ নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের ফতেপুর গ্রামের বাসিন্দা মোঃ গউছ মিয়ার পুত্র সাজন মিয়া (৩০) ও মোঃ সাফাত উল্লাহর পুত্র পূর্ণচাঁন মিয়া (২৬) ।
খবর পেয়ে, একই সময় থানার একদল পুলিশ জুয়ারিদের আটক করতে অভিযান চালায় মঠের মেলায়। এদিকে পুলিশের উপস্হিতি টের পেয়ে জুয়ারবোর্ড ফেলে দৌঁড়ে পালিয়ে যায় জুয়ারিরা।
পরবর্তীতে স্হানীয় পল্লীবিদ্যুৎ অফিসের অদূরে আবারও জুয়ারবোর্ড বসায় তারা। একই সময় পুলিশের উপস্হিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায় তারা। বিকালে থানার এস,আই শওকত আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি চায়ের দোকান থেকে উল্লেখিত দুই জুয়ারিকে আটক করে। আটকৃতরা জুয়াখেলায় সহিত জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের নিকট থেকে জুয়ার ১ হাজার ৮১০ টাকা জব্দ করে পুলিশ। সন্ধ্যয় তাদের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্হিত করা হলে, আটককৃত দুই জুয়ারির প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত।