আজমিরীগঞ্জে ধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী, জড়িত দুই কিশোরকে আটক করেছে পুলিশ
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জে ধর্ষণের শিকার হয়েছে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী। জড়িত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। এদিকে ওই ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে আটক দুই কিশোরকে আসামি করে থানায় ধর্ষন মামলা দায়ের করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,
আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়া গ্রামের বাসিন্দা অধীর শীলের বুদ্ধি প্রতিবন্ধী ষোড়শী কিশোরী গত সোমবার বিকাল অনুমানিক ৫ টায় গোয়ালঘরে গোবর পরিস্কার করতে যায়। এদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একই গ্রামের বাসিন্দা অর্থাৎ প্রতিবেশী সাবেক ইউ,পি সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মশক আলীর পুত্র ও এ,বি,সি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী, বাঁধন মিয়া (১৬) ও তার চাচাতো ভাই একই গ্রামের বাসিন্দা মোঃ আবুল মিয়ার পুত্র ও একই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী মনিরুল ইসলাম (১৫) উৎপেতে থাকে। সুযোগ বুঝে এক পর্যায়ে নিঃশব্দে গোয়ালঘরে প্রবেশ করে ওই দুই কিশোর। পর উভয়ে গোবর পরিস্কার করা অবস্হায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মুখে গামছা পেঁছিয়ে চেপে ধরে মাটিতে চিৎ করে শুইয়ে দেয়। অনেক সমঢ অতিবাহিত হওয়ার পরও মেয়ে ঘরে না আসায়, তার মা খোঁজতে বের হন। পার্শ্ববর্তী গোয়ালঘর থেকে গোঙ্গানোর শব্দ শুনে উঁকি দেয়। একই সময় উল্লেখিত দুই কিশোর তাদের পরণের কাপড় পরছে আর বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটি মূখে গামছা প্যাাঁচানো অবস্হায় মাটিতে শুয়ে আছে। কোন কিছু বুঝে উঠার আগেই দুই কিশোর বুদ্ধি প্রতিবন্ধী মেঢেটির মায়ের পা আঁকড়ে ধরে ক্ষমা চায় ও কাউকে না বলতে অনুরোধ করে। এ কথা না শুনে সে শোর-চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এগিয়ে আসলে দুই কিশোর দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনা শুনে দুই কিশোরের অভিবাবক সহ স্হানীয় কিছু লোক বিষয়টি ধামাচাপা সহ সামাজিকভাবে মীমাংসা করার উদ্যোগ নেয়। এদিকে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মা বিষয়টি থানাকে অবহিত করে। খবর পেয়ে থানার এস আই জয়ন্ত তালুকদার ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয়ে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে থানার এস,আই মফিজুল ইসলাম ও জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একই দিন দিবাগত রাত অনুমানিক সাড়ে ৩ টায় শিবপাশা খালার বাড়ি থেকে জড়িত দুই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে। গতকাল মঙ্গলবার সকাল অনুমানিক ১১ টায় আজমিরীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে, ১৬৪ ধারায় দুই কিশোরের জবানবন্দি রেকর্ড করেন। পর তাদের জামিন না মঞ্জুর করে শিশু – কিশোর সংশোধন কেন্দ্র রাজধানী ঢাকা’র গাজীপুরে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ বিচারিক আদালত। বুদ্ধি প্রতিবন্ধী ষোড়শীকে আজ বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণের কথা রয়েছে। এদিকে ভুক্তভোগী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর মা হেলেন শীল বাদি হয়ে ওই দুই কিশোরকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে।