আজমিরীগঞ্জে প্রতিটি পূজা মন্ডপে দেড় হাজার টাকা করে কম দেয়ার অভিযোগ উঠেছে, সেক্রেটারি প্রদীপ রায়ের বিরুদ্ধে
অপরাধ ডেস্কঃ
আজমিরীগঞ্জে উপজেলা পূজা উদযাপন কমিটির সা,সম্পাদক প্রদীপ রায় ৩৭ টাকা কেজি দরে চাল ক্রয় করে ৩৪ টাকা কেজি দরে পূজা পরিচালনা কমিটির নিকট টাকা হস্তান্তর করে। তাই প্রতিটি পূজা মন্ডপে দেড় হাজার টাকা করে কম পাওয়ায় আলোচনা সমালোচনার ঝড় বইছে।
জানা যায়,
আজমিরীগঞ্জ উপজেলার পৌরসভা ও ৫ ইউনিয়নের ৩৫ টির প্রতিটি পূজা মন্ডপে সরকারিভাবে ৫’শ কেজি করে ১৭ হাজার ৫’শ কেজি ( সাড়ে ১৭ মেঃটঃ) চাল বরাদ্দ দেয় সরকার।সরকারিভাবে বরাদ্দকৃত চাল আজমিরীগঞ্জ-বানিয়াচং আসনের সংসদসদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খাঁনের নির্দেশানুযায়ী স্হানীয় ব্যবসায়ীদেরকে নিয়ে প্রকাশ্যে নিলামে বিক্রি করা। কিন্তু উপজেলা পূজা উদযাপন কমিটির সা,সম্পাদক প্রদীপ রায় কাউকে না জানিয়ে নিজেই সিন্ডিকেট তৈরি করে সাবেক উপজেলা শ্রমিকলীগের সা,সম্পাদক উবায়েদুর রহমানকে নিয়ে প্রতিকেজি চাল ৩৭ টাকা মূল্য নির্ধারণ করে ১৭ হাজার ৫’শ কেজি অর্থাৎ সাড়ে ১৭ মেট্রিকটন চাল ক্রয় করে। কিন্তু প্রতিটি পূজা মন্ডপে ৩৪ টাকা কেজি দরে প্রতিটি মন্ডপের ৫’শ কেজি চালের মূল্য ১৭ হাজার টাকা পাঠিয়ে দেয়। বর্তমান বাজারে চালের মূল্য প্রতিকেজি ৪২ টাকা। এদিকে ৩৭ টাকা কেজি দরে চাল বিক্রি করে, ৩৪ টাকা কেজি দরে পূজা পরিচালনা কমিটির নিকট দেয়া হলে, মোট ৩৫ টি পূজা মন্ডপের প্রতিটিতে ১ হাজার ৫’শ টাকা করে মোট ৫২ হাজার ৫’শ টাকা হয়। যার কোন হদিস নেই। কাকাইলছেও পূজা কমিটির সা,সম্পাদক ক্ষোভ প্রকাশ করে বলেন,তাদের ইউনিয়নের ৬টি পূজা মন্ডপের চাল স্হানীয় ব্যবসায়ী লায়েছ মিয়ার নিকট বিক্রি করার জন্য প্রতিকেজি চালের মূল্য ৩৯ টাকা নির্ধারণ করেছিলাম। কিন্তু আমাদেরকে না জানিয়ে ৩৪ টাকা কেজি দরে বিক্রি করেছে জানায়। আমাদের পূজা মন্ডপে বরাদ্দকৃত ৫’শ কেজি চালের মূল্য ১৭ হাজার টাকা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সা,সম্পাদক দেয়। সাবেক শ্রমিকলীগের সা,সম্পাদক উবায়েদুর রহমান বলেন,সমযোতার মাধ্যমে প্রতিকেজি ৩৭ টাকা দরে ৮ হাজার ৫’শ কেজি ও প্রদীপ রায় ৯ হাজার কেজি চাল ক্রয় করি। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, সা,সম্পাদক প্রদীপ রায়কে আমি নিষেধ করেছি, ওই চাল না কেনার জন্য।কিন্তু সে আমার কথা রাখেনি। উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান,খাঁন বলেন, আমি বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।