আজমিরীগঞ্জে প্রায় শতাধিক লিটার চোলাই মদ সহ পিতা পুত্র আটক

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জে উপজেলার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য দোস্ত মোহাম্মদ(৫৫) ও তার ছেলে পায়েল মিয়া(২০) কে প্রায় শতাধিক লিটার চোলাই মদ সহ অটক করেছে পুলিশ ৷ আটক দোস্ত মোহাম্মদ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের মৃত ইউনুছ উল্ল্যার ছেলে ৷ আজ বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোশারফ হেসেন তরফদারের নেতৃত্বে এস আই জয়ন্ত তালুকদার,ও এস আই এমরান হেসেন এবং এ এস আই মহসিন কবীরের যৌথ অভিযানে নোয়াগড় গ্রাম থেকে তাদের আটক করা হয় ৷
জানা যায়,
আটককৃত দোস্ত মোহাম্মদ বেশ কিছুদিন ধরে বানিয়াচং থানার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতি সপ্তাহে শত শত লিটার চোলাই মদ এনে আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের বদলপুর বাজার পাহাড়পুর,বাজার, ঝিলুয়া বাজারে এলাকার চিহ্নিন্ত মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে ৷
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে, বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে দোস্ত মোহাম্মদকে জলসুখার নোয়াগড় গ্রাম থেকে আটক করা হয় ৷
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৮০ লিটার চোলাই মদ সহ তাদেরকে আটক করা হয়েছে ৷ আটককৃত দোস্ত মোহাম্মদের বিরুদ্ধে সুনামগঞ্জের শাল্লা থানায় দুটি অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলা এ ছাড়া আজমিরীগঞ্জ থানায় দুটি গরু চুরি সহ ৪ /৫ টি মামলা রয়েছে ৷
আটকের পর তাদের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা করা হয়েছে পুলিশ ৷




error: Content is protected !!