আজমিরীগঞ্জে বন্যায় জনসাধারনের দুর্ভোগ

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

আজমিরীগঞ্জে বন্যায় জনসাধারণের মাঝে দুর্ভোগ দেখা দিয়েছে। আজমিরীগঞ্জের সাথে ২ টি ইউনিয়নের যানচলাচল বন্ধ।আজমিরীগঞ্জে বন্যার পানিতে অনেক জায়গার রাস্তা ঘাট তলিয়ে গেছে। আজমিরীগঞ্জ সৎসঙ্গ সেবাশ্রম থেকে রনিয়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটারের মতো জায়গা তলিয়ে গেছে। সৎসঙ্গ সেবাশ্রমের ভিতরে পানি প্রবেশ করেছে। অপরদিকে কাকাইলছেও ইউনিয়নের কামালপুর, রসূলপুর,রায়লা, মাহতাবপুরে কিছু কিছু বাড়ি ঘর তলিয়ে গেছে। বদলপুর ইউনিয়নের হিলালপুর,পিরোজপুর, কাঠাখালি,মাটিয়া খাড়া,প্রায় সহস্র মানুষপানি বন্দী হয়ে পরেছে, ঘর বাড়ি তলিয়ে যাবার পথে এছাড়াও জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া মোহাম্মদপুর, পূর্বের মলা গ্রামেরসহ ৩০টি ঘরবাড়ি তলিয়ে গেছে।আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের কুশিয়ারা গুচ্ছগ্রাম,ভাটিপাড়া ও উজান পাড়ার রাস্তা ঘাট তলিয়ে গেছে লোকজন পানিবন্দী হয়ে পরেছে।এছাড়াও আজমিরীগঞ্জের জয়নগর ও আদর্শ নগরে গ্রামে৭০ টি বাড়িঘরে পানি প্রবেশ করে এবং তলিয়ে যাবার পথে। জনসাধারণ স্বাস্থ্য চিকিৎসা,খাদ্য সংকট,ও বিশুদ্ধ পানির অভাবে রয়েছে। এছাড়া গৃহপালিত পশুদেরও খাদ্য সংকটে রয়েছে। এই মতাবস্থায় সার্বিক সহযোগিতাই একমাত্র কাম্য, তা নাহলে আজমিরীগঞ্জে বন্যার কারনে জনসাধারণের ভয়াবহ পরিস্থিতি হতে পারে।




error: Content is protected !!