আজমিরীগঞ্জে বাল্য বিবাহ পন্ড, বর ও কনের পিতাকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা অর্থদণ্ড

আজমিরীগঞ্জ প্রতিনিধি- আজমিরীগঞ্জে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে প্রশাসন। একই সাথে বর ও কনের পিতাকে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাসের ভ্রাম্যমান আদালত।
জানা যায়,
সোমবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার ১ নং সদর ইউনিয়নের বিরাট (নোয়াব্দা) গ্রামের বাসিন্দা মোঃ নূর মিয়ার মেয়ে ও পৌর এলাকার মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ( সদ্য ঝড়ে পড়া) এর সহিত বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের বাসিন্দা মোঃ আজর রহমান (২২) নামে এক যুবকের সাথে গতকাল সোমবার বিয়ের দিনক্ষণ ঠিক হয়। এরই ধারাবাহিকতায় মোঃ নূর মিয়া তার নিজ বাড়িতে জাঁকজমকপূর্ণ ভাবে মেয়ের বিয়ের অনুষ্টানের আয়োজন করে। এ প্রক্ষিতে গতকাল সোমবার দুপুর অনুমানিক ২ টায় বানিয়াচংয়ের বিথঙ্গল গ্রামের নিজ বাড়ি থেকে বিয়ের অনুষ্টানে যোগদান করতে স্বজন ও বন্ধু-বান্ধবদের বহর সহ ওই যুবক বর বেশে কনের পিত্রালয়ে এসে উপস্হত হয়। এ ছাড়া কনের পিতা তার নিজ বাড়িতে প্রীতিভোজেরও আয়োজন করেন। এদিকে গোপনসূত্রে খবর পেয়ে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) উত্তম কুমার দাস ঘটনাস্হলে এসে উপস্হিত হন।
কিন্তু কনে অপ্রাপ্ত বয়স্ক জেনে বিয়ে বাড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এ সময় মেয়ে ও ছেলের পিতা কনের অপ্রাপ্ত বয়স্কের বিষয়টি স্বীকার করেন। পর বর ও কনের পিতাকে নগদ পাঁচ হাজার টাকা অর্থদন্ড করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাসের ভ্রাম্যমাণ আদালত। একই সময় প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দিতে অঙ্গীকার ও লিখিত মুচলেকা আদায় করা হয়।