নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ মুবিন মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। গত রবিবার বিকাল আনুমানিক ৪টায় আজমিরীগঞ্জ – বানিয়াচং ভায়া জলসুখা সড়কের ঝিংড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মুবিন মিয়া উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের আলতাফ মিয়ার পুত্র।
জানাযায়,
আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের রসুলপুর গ্রামের বাসিন্দা মোঃ আলতাফ মিয়ার ছোট ভাই মনা মিয়া(১৮) এবং নিহত মুবিন মিয়া আলতাফ মিয়ার ব্যবহৃত এপাচি আর,টি,আর-১৬০ সিসি মডেলের একটি মোটরসাইকেল নিয়ে গত রবিবার বিকাল অনুমানিক ৪ টায় ঘোরাঘুরি করতে বের হয়। এক পর্যায়ে বানিয়াচং – আজমিরীগঞ্জ ভায়া জলসুখা সড়কে উঠে মোটরসাইকেলের গতিবেগ আরও বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর ঝিংড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংয়ের সহিত মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক মনা মিয়া ও তার সাথে থাকা মুবিন মিয়া রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহত হয়৷ আশপাশের লোকজন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মুবিনকে উদ্ধার করে। পর খবর পেয়ে স্বজনরা মুবিনকে আশংখাজনক অবস্হায় সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক মুবিন মিয়াকে মৃত ঘোষণা করেন। গতকাল সোমবার সকালে মুবিনের লাশ কাকাইলছেওয়ের রসুলপুর গ্রামের নিজ বাড়িতে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই দিন দুপুরে রসুলপুর গ্রামের কবরস্থানে জানাজা শেষে মুবিন মিয়ার মরদেহ দাফন করা হয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।