আজমিরীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে দুই বেকারীসহ ৭ জনকে জরিমানা

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ আজমিরীগঞ্জ পৌর এলাকার সিনেমাহল রোডে বেকারীতে আজ সোমবার দুপুর আনুমানিক১২ঃ৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় মোড়কে পন্যের উৎপাদন, মেয়াদ, পরিমাণ ও বিক্রয়মূল্য না থাকায় মায়ের দোয়া বেকারির মোঃ বশির মিয়াকে, ১০,০০০ টাকা এবং
শামীম বেকারির মোঃ সাদিকুর রহমান কে, ১০,০০০ টাকা করে মোট ২০০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে যেন নীতিমালা মেনে ব্যবসা পরিচালনা করা হয় সেজন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এছাড়া মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করায় সংক্রামক রোগ ( প্রনিনি), ২০১৮ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৭ জনকে ৩৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় এস আই প্রদীপ এর নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল নিরাপত্তা প্রদানসহ সার্বিকভাবে সহযোগিতা করে।
ইউএনও জানান, সরকারি আদেশ প্রতিপালনে এধরণের অভিযান অব্যাহত থাকবে।




error: Content is protected !!