আজমিরীগঞ্জে প্রশাসনের যৌথ অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করায় ১৬ প্রতিষ্ঠানকে অর্থ দন্ড করছে মোবাইল কোর্ট।
“করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ প্রতিপালন নিশ্চিতকরনে আজমিরীগঞ্জ ও শিবপাশা বাজার সরকার ঘোষিত কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আজ শুক্রবার সকাল থেকেই আজমিরীগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ মতিউর রহমান খান এবং সহকারী কমিশনার ভূমি ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকারের নির্দেশনা মেনে বেশিরভাগ দোকানপাট, গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বাজারে জনসমাগমও নিয়ন্ত্রিত রয়েছে।সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হয়।এসময় স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় মোট ১৬ টি প্রতিষ্ঠানকে ২১,৭০০টাকা অর্থদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট।
অভিযান চলাকালীন সময়ে এএস আই রেজার নেতৃত্বে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিকভাবে সহযোগিতা করে।
ইউএনও জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।