আজমিরীগঞ্জ উপজেলা ভূমি অফিসে এক দালাল আটক ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জ উপজেলা ভূমি অফিসে দালালি করতে গিয়ে বহু অপকর্মের হোতা আলমাছ মিয়া নামে এক দাললকে আটক করা হয়েছে। একই সময় আটককৃত দালালকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,
বহু অপকর্মের হোতা আটককৃত আলমাছ মিয়া ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা মৃত ইদ্রিছ মিয়ার পুত্র। তবে
বর্তমানে সে আজমিরীগঞ্জ পৌরসভাধীন সমীপুর (কুমার হাটী)গ্রামে স্থায়ীভাবে বসবাস করছে।
বিগত ১৫/১৬ বছর আগে কিশোরগঞ্জের ইটনার মৃগা ইউনিয়নে বসবাস করাকালীন সময়ে কৃষি কাজে ব্যবহৃত সেচের মেশিন চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়ে সালিশ বিচারে ৪০ হাজার টাকা জরিমানা দেয় আলমাছ। পরবর্তীতে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে সে। তার অপকর্মে অতিষ্ঠ হয়ে ওই এলাকার কয়েকটি গ্রামের হাজারো বাসিন্দা জড়ো হয়ে এক সময় তাকে সেখান থেকে বিতাড়িত করেন। রাতের আঁধারে কুশিয়ারার কালনী নদী পার হয়ে সে আজমিরীগঞ্জে পালিয়ে আসে।
আজমিরীগঞ্জ বাজারে একটি বাসা ভাড়া নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস শুরু করে। বসবাসের কয়েক বছর মধ্যেই পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের ভাটি সমীপুরের বাসিন্দা মৃত আকছির মিয়ার পুত্র মস্তু মিয়ার নিকট থেকে ৩ শতক ক্রয়কৃত জায়গায় বসতঘর নির্মাণ করে চলে আসে। এরই মধ্যে তার পূর্বের অপকর্মের কাহিনী শুনে আতংকিত হয়ে পরে আশপাশের লোকজন। এক পর্যায়ে, স্থানীয় এক ব্যক্তির ফুট ফরমায়েশ এর কাজ করতেে গিয়ে ওই ব্যক্তির জায়গা সংক্রান্ত বিষয়াদি দেখাশুনা শুরু করে।এরই মধ্যে দলিল, পরচা সহ জমি সংক্রান্ত জটিলতার বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে উঠে সে। এটিকে পুঁজি করে স্থানীয় কয়েকজন ভুমিদস্যুর সাথে সখ্যতা গড়ে তোলে।
পর আজমিরীগঞ্জের কয়েকজন ভুমিদস্যুর যোগসাজশে এক সম্পদশালী ব্যক্তির পৈত্রিক জায়গা – জমি বিক্রির দায়িত্ব নিয়ে দালালির মাধ্যমে রাতারাতি শূন্য থেকে লাখপতি বনে যায় আলমাছ। সেই সাথে তার সহযোগীরাও আঙ্গুল ফুলে বটগাছ বনে যায়। পর বিভিন্ন খাস ভুমি দখল, জাল দলিলে জায়গা বিক্রি, ভূমি অফিসে দালালির মাধ্যমে সাধারণ জনগণের নিকট থেকে নামজারী, দলিল তৈরির কথা বলে সরকারী ফি থেকে কয়েকগুণ বেশী টাকা আদায় করে কাজ হাসিল করা সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে সে।
এমনকি শিশু অপহরণ, ইয়াবা দিয়ে অপহৃত শিশুর পিতাকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করে সুচতুর আলমাছ।
আজমিরীগঞ্জ থানায় দায়ের হওয়া একাধিক মামলা এখনও চলমান রয়েছে।এমনকি আলমাস তার নিজের জমি ছাড়াও নিরীহ পরিবার রনিয়া গ্রামের বাসিন্দা সনাতন দাসের কৃষিজমি জোর পূর্বক দখল করতে চায়। নিরীহ সনাতন দাসকে কৃষি জমি করতে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে বাঁধা প্রদান করেই চলছে কুখ্যাত ভূমি দস্যু আলমাস।
এদিকে, আজ রোববার সকালে ভুমিদস্যু আলমাছ উপজেলা ভূমি অফিসে দালালি করতে গেলে তাকে হাতেনাতে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, দালালি করার সময় হাতে নাতে তাকে আটক করা হয়েছে। পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।