আজমিরীগঞ্জ পাহাড় পুর বাজারে ভ্রাম্যমান আদালতের ১০ ব্যক্তি প্রতিষ্টানকে জরিমানা

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

আজমিরীগঞ্জ পাহাড় পুর বাজারে ১০ জন ব্যক্তি প্রতিষ্টানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়েছে। আজ বেলা আনুমানিক দূপুর ১১ ঘটিকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস।ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর বিভিন্ন ধারায়,দ্রব্য মূল্যর দাম বেশি রাখায়,এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিদেশি পণ্য বিক্রি করায়, মাতৃভান্ডারকে ৮০০০ হাজার, জয়হরি হোটেলকে ৭০০০ হাজার, জনতা স্টোরকে ৭০০০ হাজার,নিউ জননী স্টোরকে ৫০০০ হাজার, জিসান স্টোরকে ৩০০০ হাজার,রবিচরণ এন্ড সন্সকে ৬০০০ হাজার, জুই স্টোরকে ২০০০ হাজার,নিপা স্টোরকে ১০০০ হাজার, লাকী স্টোরকে ৩০০০ হাজার ও জেসিপি স্টোরকে ৩০০০ হাজার টাকা করে সর্বমোট দশটি ব্যক্তি প্রতিষ্টানকে ৪৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস জানান, জনস্বার্থে এধরণের অভিযান অব্যহত থাকবে।অভিযান চলাকালীন আজমিরীগঞ্জ থানার এস,আই ইমরান আহমেদ নিরাপত্তা প্রদাণ করেন এবং সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন।।




error: Content is protected !!