আজমিরীগঞ্জ পৌর বিএনপি নেতার, খুটির জোর কোথায়

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২২

 

নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জে নিয়ম বহির্ভূত ভাবে সরকারি গভীর নলকূপ গত রবিবার থেকে পৌর এলাকার এক বিএনপি নেতার বাড়ির পেছনে শুধুমাত্র ব্যাক্তিগত ভাবে ব্যবহারের জন্য বসানো হচ্ছে। বিষয়টি জানার পর উপজেলা প্রকৌশলী মোঃ তানজির আহমেদ সিদ্দিকী কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন। কিন্তু ওই নির্দেশ অমান্য করে গতকাল সোমবার পর্যন্ত নলকূপ বসানোর কাজ অব্যাহত ছিল। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ তানজির আহমেদ সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমি’র মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, উনারা ফোন রিসিভ করেননি। এ ছাড়া সরকারি নলকূপ ব্যাক্তিগত কাজে বাড়ির পেছনে বসানোর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেছেন একই গ্রামের কয়েকজন বাসিন্দা। এদিকে একটি সূত্র জানায়, চলতি অর্থবছরে উপজেলার ৫ ইউনিয়নে বন্টনের জন্য এডিপি কর্তৃক ১৩ টি গভীর নলকূপ বরাদ্দ দেয়া হয়। বরাদ্দ পায় উপজেলা পরিষদ। কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ভাবে পৌর এলাকায়, উপরন্তু পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু নাগের নাম তালিকাভুক্ত করা হয়। অপরদিকে একই প্রভাব খাটিয়ে রাজু নাগ নিজ পরিবারের সদস্যদের সুবিধার্থে বাড়ির পেছনে বসানোর কাজ চালাচ্ছে। এটি থেকে গ্রামের অন্য কোন পরিবারের সুবিধা ভোগ করার কোন উপায় নেই। গতকাল দৈনিক অপরাধ অনলাইন ভার্সনে এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে, আ,লীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। কিন্তু ওই বিএনপি নেতা, কুছ পরোয়া নেহি, ভাব নিয়ে সদর্পে নলকূপ বসানোর কাজ চালিয়ে যাচ্ছে। স্বভাবতঃই জনমনে প্রশ্নের উদয় হয়েছে, পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু নাগের খুটির জোর কোথায়? উল্লেখ্য, আজমিরীগঞ্জে সম্প্রতি কিছু গভীর নলকূপ এডিপি কর্তৃক বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত সরকারি গভীর নলকূপগুলো বাস্তবায়নের দ্বায়িত্বে রয়েছেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এল জি ই ডি)। এ প্রেক্ষিতে নামের চুড়ান্ত তালিকাও জমা দেয়া হয়েছে সংশ্লিষ্ট অফিসে। নিয়মানুযায়ী, পৌর এলাকায় সরকারি গভীর নলকূপ বিতরণের কোন বিধান নেই। এ সব গভীর নলকূপ উপজেলার ৫ ইউনিয়নে বিতরণ করার কথা। এ ছাড়া একটি গভীর নলকূপগুলো উন্মূক্ত জায়গায় স্থাপন করতে হবে। যাহাতে স্থাপিত নলকূপ থেকে কমপক্ষে ২০ টি পরিবার পানি ব্যবহার করতে পারবে। কিন্তু এ সব নিয়ম নীতির তোয়াক্কা না করে, সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ভাবে পৌর এলাকার বাজার সংলগ্ন সরাপনগর ( গঞ্জেরহাটি) গ্রামের বাসিন্দা ও পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু নাগের বাড়ীতে বসানোর জন্য একটি গভীর নলকূপ বরাদ্দ দেয়া হয়। গতকাল রবিবার সকাল থেকে সরকারি গভীর নলকূপটি স্থাপনের সরঞ্জামাদি শ্রমিকরা নিয়ে আসে। সরজমিনে দেখা যায়, বরাদ্দকৃত গভীর নলকূপটি রাজু নাগ তার বাড়ির উন্মূক্ত জায়গায় না বসিয়ে, শুধুমাত্র নিজ পরিবারের সুবিধার্থে বাড়ির পেছনে স্থাপনের কাজ করছে। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে, শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান জানায়, টিউবওয়েল বাড়ির পেছনে বসানো হলে তার গলায় ঝুলবো, তিনি আর কোন মন্তব্য করতে রাজি হয়নি। উপজেলা প্রকৌশলী মোঃ তানজির আহমেদ সিদ্দিকী জানান, রাজু নাগের নামের তালিকা উপজেলা চেয়ারম্যান দেন। তবে পৌর এলাকায় বসানোর কোন নিয়ম নেই। শুনছি রাজু নাগ তার বাড়ীর পেছনে বসানোর কাজ চালাচ্ছে। তা শুধুমাত্র ব্যাক্তিগত ব্যবহারের জন্য নলকূপ বসানোর কাজ চললে, আমি নলকূপের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। এ ছাড় এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। সরকারি গভীর নলকূপ ব্যাক্তিগত সুবিধার্থে বিএনপি নেতার বাড়ির পেছনে বসানো নিয়ে এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়।




error: Content is protected !!