আজমিরীগঞ্জ বাজারে তীব্র যানজট, বিশেষ করে মহিলা ও যুবতিদের ভোগান্তি চরমে
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জ বাজারে তীব্র যানজট, এটি নিত্যনৈমিত্তিক ঘটনা। বিশেষ করে বাজারে আসা মহিলা ও যুবতিদের ভোগান্তি চরমে। এ অবস্হার অবসান চায় এলাকাবাসী।
জানা যায়,
এক সময়ে হবিগঞ্জের ভাটি বন্দর হিসেবে খ্যাত আজমিরীগঞ্জ ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আজমিরীগঞ্জের কুশিয়ারার কালনী নদী দিয়ে আসামের করিমগঞ্জ পর্যন্ত নানা ধরণের পণ্য ও মালবাহী জাহাজ চলাচল করত। স্টিমার ষ্টেশন ছিল আজমিরীগঞ্জে। কালের বিবর্তনে নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় বন্ধ হয়ে গেছে মালবাহী জাহাজ। উজান থেকে নেমে আসা পলিমাটিতে বিরাট চর জেগে উঠেছে কালনী নদীর বুকে। সম্প্রসারিত হয়েছে আজমিরীগঞ্জ বাজার। আজমিরীগঞ্জ টানবাজারের ১২ ফুট প্রশস্ত রাস্তার উভয়দিকে ৩ ফুট করে ৬ ফুট রাস্তা দখল করে ব্যবসা করছে ক্ষুদ্র দোকানিরা। বাকি ৬ ফুট প্রশস্ত রাস্তা দিয়ে টমটম, রিক্সা, সি,এন,জি, পি-ক্যাপ ভ্যান ও টেলাগাড়ি চলাচল করছে। বিগত তত্বাবধায়ক সরকারের শাসনামলে অন্যান্য কাজের অংষ হিসেবে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল মাল্টিপারপাস সেড। এটিতে ফিস,মিট, সবজিসেড সহ একটি ওমেন মার্কেট নির্মাণ করা হয়। একাধিকবার চেষ্টা করেও টানবাজারের ফুটপাত দখল করা ক্ষুদ্র ব্যবসায়ীদের নির্মাণকৃত ওই সেডে স্হানান্তরিত করা যায়নি। পরবর্তীতে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হকের নেতৃত্বে পুলিশ তাদের উচ্ছেদ করে মাল্টিপারপাস সেডে নামিয়ে দেয়। বর্তমানে ৫/৬ জন সবজি বিক্রেতা ছাড়া বাকিরা পুনঃরায় টানবাজারের ফুটপাত তাদের দখলে নিয়ে নিয়েছে। এ ছাড়াও টানবাজারের কতিপয় ক্ষুদ্র ব্যবসায়ী তাদের স্ব-স্হান থেকে এগিয়ে রাস্তায় মালামালের পশরা সাজিয়ে রেখেছে। এ ছাড়া রাস্তা দখল করে মোটরসাইকেল, টেলাগাড়ি, রিক্সা সহ নানা ধরণের যানবাহন দাঁড় করিয়ে রাখায় যানজট আরও তীব্র হচ্ছে। এতে করে বাজারে আসা বিশেষ করে যুবতি ও মহিলাদের তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে। এ হেন অবস্হায় সংশ্লিষ্ট প্রশাসন নির্বিকার। এ অবস্হার অবসান চায় এলাকাবাসী।