স্টাপ রিপোর্টারঃ আজমিরীগঞ্জ বাজারে প্রশাসনের আড়ালে চলছে জমজমাট শিলংয়ের জুয়া তীর খেলা।আর এই তীর খেলে স্বয় সম্বল হারিয়েছেন নিঃস্ব প্রায় অনেকেই জমিজমা বিক্রি করে সর্বশান্ত হয়ে পরছে। আর এই তীর খেলার সাথে জড়িত পল্লী চিকিৎসক,টেইলার্স, পান- সুপারি ব্যবসায়ী,মাছ ব্যবসায়ী,চা বিক্রেতা,আরো বিভিন্ন শ্রেনীর পেশাজীবি। বিশেষ করে আজমিরীগঞ্জ চা স্টলে এই জুয়া খেলা নিয়ে আলাপ আলোচনাসহ টাকা লেনদেন করা হয়। প্রশাসনের ভয়ে গোপনে জুয়া খেলা চালাচ্ছে কিছু প্রভাবশালী কুচক্রী মহল লোক। আর এই খেলায় লাভ বেশি দেখায় ১০ টাকায় ৭০০ টাকা। দুই শিফটে খেলা শুরু হয়।প্রতিদিন সকাল – বিকাল মিলে ২ শিফটের খেলা হয়।আর এই লোভে পা দিয়ে নিঃস্ব হয়েছে অনেকে। নিজের বাড়ির ২ য় তলা ফ্ল্যাট সহ বিক্রি করে ফেলে এক ব্যাক্তি।আর প্রশাসনের চক্ষু আড়াল করে এই জুয়ার আসর চালিয়ে যাচ্ছে, কিছু কুচক্রী মহল। প্রশাসনকে কঠোর না হলে, এই জুয়ার আসর থামবে না।