আসলাম পারভেজ,হাটহাজারীঃ
চট্টগ্রামের হাটহাজারীতে সিল সিলাহ-ই- আলীয়া জাহাঁগীরিয়া মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা আজ(৩১জুলাই) ঈদ উদযাপন করছে। এ উপলক্ষে সকাল ৭টায় হাটহাজারী পৌরসভাধীন রঙ্গিপাড়াস্থ মুন্সি ফকির বাড়ির দায়রা ঘরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, প্রতি ঈদে মির্জাখীল দরবারের অনুসারীরা সাতকানিয়াস্থ দরবারে নামাজ আদায় করলেও এ বছর উত্তর চট্টগ্রামের অনুসারীদের হাটহাজারী দায়রা ঘরে নামাজ পড়ার অনুমতি দিয়েছে দরবার কর্তৃপক্ষ। তবে হাটহাজারী উপজেলার অনুসারীরা জামাতে শরীক হলেও অন্য উপজেলার কাউকে দেখা যায়নি। কারন হিসেবে করোনা পরিস্থিতি বলে জানান নামাজীরা। প্রায় দেড়শ মুসল্লি নিয়ে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আইয়ুব।
জানতে চাইলে খাদেম হিসেবে পরিচিত মনির আহমদ সওদাগর বলেন, পবিত্র মির্জাখীল দরবারের অনুসারীরা প্রায় ২৫০ বছর যাবৎ সৌদি আরবে চাঁদ দেখার সাথে মিল রেখে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ মুসলমানদের অন্যান্য সকল ধর্মীয় উৎসব উদযাপন করে অাসছে। পুর্বে সবাই সাতকানিয়ায় ঈদ জামাত আদায় করলেও দরবারের অনুমতিক্রমে এবার হাটহাজারী দায়রা ঘরে নামাজ আদায় করছি। প্রশাসনের অনুমতিক্রমে এবং তাদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরুত্ব বজায় রেখে নামাজ আদায় করেছি।