আটরা গিলাতলায় ইউপি নির্বাচনে-সদস্য পদপ্রাথী মুস্তাক সরদারের গন সংযোগ ও উঠান বৈঠাক অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১

মোঃ ইউসুফ শেখ, খুলনা।।

বইতে শুরু করেছে খুলনা ফুলতলা উপজেলার ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদে নির্বাচনের হাওয়া। চায়ের দোকার, হাট-বাজারে জমে উঠেছে সাধারণ ভোটারদের চায়ের আড্ডা। প্রায় প্রতিদিনই এলাকার সম্ভাব্য প্রার্থীরা সভা সমাবেশ, উঠান বৈঠক করছেন। নানান আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন সাধারণ ভোটারদের কাছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে দিতীয় ধাপের ইউপি নির্বাচনে খুলনা ফুলতলা উপজেলার ১নং আটরা গিলাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রাথী ও একাধিক বারের সাবেক মেম্বর মোঃ মুস্তাক সরদারের গন সংযোগ ও উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ডের গিলাতলা পশ্চিম পাড়ায় (গোলাম নগর) মোঃ আকরাম শেখের সভাপতিত্বে ও এলাকা বাসির উদ্দ্যেগে উক্ত গন সংযোগ ও উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মুসব্বির বাবুর সঞ্চলিত ওই বৈঠকে ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ শত শত ভোটার উপস্থিত ছিলেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উক্ত বৈঠাকে স্বগত বক্তব্য রাখেন সমাজ সেবক ও যবুলীগ কর্মী মোঃ সালাম শেখ, সাবেক ছাত্রীলীগ নেতা, মোঃ জাহিদুল শেখ। এছাড়া আরও বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ ইউসুফ শেখ, মোঃ নাসির উদ্দিন, মোঃ আকবর হোসেন, মোঃ শওকত অবসর প্রাপ্ত সেনা সদস্য প্রমুখ। উক্ত উঠান বৈঠাকে উপস্থিত ছিলেন, মোঃ ওহিদুল শেখ, মোঃ সেলিম শেখ, মোঃ হালিম শেখ, সৈকত সরদার, মোঃ আসলাম শেখ, মোঃ ইবাদুল শেখ সহ আরোও অনেকে।

উঠান বৈঠাক প্রধান বলেন, আটরা গিলাতলা ইউনিয়নে আমার জন্ম, তাই জনগণের জন্য মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। বিগত সময়ে আপনারা দেখেছেন হতদরিদ্র, গরীব ও অসহায় মানুষের পাশে থেকে আমি কাজ করেছি ভবিষৎ ও করতে চাই। আপনার আবারও আমাকে ৫নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত করলে এই ইউনিয়নের ওয়ার্ডকে একটি মডেল ইউনিয়ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাহআল্লাহ । তিনি আরো বলেন, মানুষ মরে যায় সত্যি, তবে তার কর্ম হাজার বছর বাচিয়ে রাখে। দেহের খোরাকের পাশাপাশি মনের খোরাক প্রয়োজন আর মানুষের খেদমত করাটাই আমার মনের খোরাক। গিলাতলায় ইউপি নির্বাচনে-সদস্য পদপ্রাথী মুস্তাক সরদারের গন সংযোগ ও উঠান বৈঠাক অনুষ্ঠিত

মোঃ ইউসুফ শেখ, খুলনা।।

বইতে শুরু করেছে খুলনা ফুলতলা উপজেলার ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদে নির্বাচনের হাওয়া। চায়ের দোকার, হাট-বাজারে জমে উঠেছে সাধারণ ভোটারদের চায়ের আড্ডা। প্রায় প্রতিদিনই এলাকার সম্ভাব্য প্রার্থীরা সভা সমাবেশ, উঠান বৈঠক করছেন। নানান আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন সাধারণ ভোটারদের কাছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে দিতীয় ধাপের ইউপি নির্বাচনে খুলনা ফুলতলা উপজেলার ১নং আটরা গিলাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রাথী ও একাধিক বারের সাবেক মেম্বর মোঃ মুস্তাক সরদারের গন সংযোগ ও উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ডের গিলাতলা পশ্চিম পাড়ায় (গোলাম নগর) মোঃ আকরাম শেখের সভাপতিত্বে ও এলাকা বাসির উদ্দ্যেগে উক্ত গন সংযোগ ও উঠান বৈঠাক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মুসব্বির বাবুর সঞ্চলিত ওই বৈঠকে ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ শত শত ভোটার উপস্থিত ছিলেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উক্ত বৈঠাকে স্বগত বক্তব্য রাখেন সমাজ সেবক ও যবুলীগ কর্মী মোঃ সালাম শেখ, সাবেক ছাত্রীলীগ নেতা, মোঃ জাহিদুল শেখ। এছাড়া আরও বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ ইউসুফ শেখ, মোঃ নাসির উদ্দিন, মোঃ আকবর হোসেন, মোঃ শওকত অবসর প্রাপ্ত সেনা সদস্য প্রমুখ। উক্ত উঠান বৈঠাকে উপস্থিত ছিলেন, মোঃ ওহিদুল শেখ, মোঃ সেলিম শেখ, মোঃ হালিম শেখ, সৈকত সরদার, মোঃ আসলাম শেখ, মোঃ ইবাদুল শেখ সহ আরোও অনেকে।

উঠান বৈঠাক প্রধান বলেন, আটরা গিলাতলা ইউনিয়নে আমার জন্ম, তাই জনগণের জন্য মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করে যেতে চাই। বিগত সময়ে আপনারা দেখেছেন হতদরিদ্র, গরীব ও অসহায় মানুষের পাশে থেকে আমি কাজ করেছি ভবিষৎ ও করতে চাই। আপনার আবারও আমাকে ৫নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত করলে এই ইউনিয়নের ওয়ার্ডকে একটি মডেল ইউনিয়ন ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাহআল্লাহ । তিনি আরো বলেন, মানুষ মরে যায় সত্যি, তবে তার কর্ম হাজার বছর বাচিয়ে রাখে। দেহের খোরাকের পাশাপাশি মনের খোরাক প্রয়োজন আর মানুষের খেদমত করাটাই আমার মনের খোরাক।




error: Content is protected !!