আটশো লোকের শহরে পর্যটক এক লাখ

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২০

স্ট্রিয়ার হলস্টট শহরে প্রতি বছর লাখ খানেক পর্যটক ঢুঁ মারেন। অথচ এখানকার জনসংখ্যা মাত্র আটশো। কেন এত মানুষ এখানে ভিড় জমান?

বিবিসি পরিচালিত এক জরিপে জানা যায়, অস্ট্রেলীয় আল্পস বলে খ্যাত এই শৈল শহরের সৌন্দর্য নাকি অবর্ণনীয়। তাই মাত্র আটশো লোকের শহরে ভিড় করেন লাখ খানেক ভ্রমণপিপাসু।

গত এক দশক ধরে হলস্টটে এই জনসমাগম জারি আছে! তাই শহরটি বিশ্বের প্রাচীন ঐতিহ্যপূর্ণ শহরের তকমাও পেয়েছে ইতিমধ্যে।

যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই এলাকা স্বর্গ সমান। তাই এখানে পা রেখেই পর্যটকদের প্রথম কাজ সেলফি তোলা।

এই সম্পর্কিত প্রতিবেদনে আরও জানা যায়, পর্যটকদের বেশির ভাগই আসেন চীন থেকে। ২০১২ সালে দেশটি এখানে চার্চ ও মেন স্কয়ার-সহ একটি রেপ্লিকা বানিয়ে দিয়েছে।

তবে সমালোচনাও কম নয়। পর্যটকদের এই ঢল শহরের পর্যটন শিল্পকে অর্থনৈতিক দিক থেকে চাঙা করলেও এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসছে বাসিন্দাদের।

অন্যদিকে হলস্টটের মেয়র বলেন, “আমরা খুশি পর্যটকদের এই ভিড়ে। কারণ, এতে আমরা অর্থনৈতিক দিক থেকে আরও সমৃদ্ধ হচ্ছি। আরও সুন্দর করে সাজাতে পারছি আমাদের শহরকে। যাতে আরও বেশি পর্যটক আসেন। একই সঙ্গে উন্নতি হচ্ছে শহরেরও।”

তিনিও একটি অভিযোগ করেন। জানান, অল্প সময়ের জন্য যারা বেড়াতে আসেন তারা শহরটিকে নোংরা করে রেখে দিয়ে যান। এটা ঠিক নয়। এই অভ্যাস পাল্টানো দরকার।




error: Content is protected !!