আরো দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক পৌর মেয়রকে।

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের ওপর হামলা মামলায় মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে আরও দুটি বিষ্ফোরক মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
একই মামলায় আরো ৮ জনের রিমান্ড আবেদন না মঞ্জুর করেছেন আদালত। এরা সবাই দলীয় নেতাকর্মী।মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে নোয়াখালী আমলি আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোসলেহ উদ্দিন মিজানের আদালতে এ মামলার আবেদন করা হয়।এদিন সকালে কড়া পুলিশ পাহারায় নোয়াখালী জেলা কারাগার থেকে মিজানুর রহমান বাদলকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয়। এসময় আদালত প্রাঙ্গণে পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করে।
এর আগে গত ৯ মার্চ বসুরহাট পৌর কার্যালয়ে হামলা ও গুলিতে হতাহতের ঘটনা ঘটে। এরপর পুলিশ বাদী হয়ে মিজানুর রহমান বাদলকে ১ নম্বর আসামি করে মামলা করে। পরে তাকে নোয়াখালী প্রেস ক্লাবের পাশ থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।




error: Content is protected !!