স্টাফ রিপোর্টার; ওসমান আল হুমাম
প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মুছা সাহেব (রহঃ)এর নামাজে জানাজায় মানুষের ঢল নেমেছে। জুমাবার (২৬ জুন) দুপুর ৩টায় রাংগুনিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি মারকায জামিয়া ইউনুছিয়া চন্দ্রঘোনার কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাজায় হাজার হাজার মুসল্লি অংশ নেন।নামাজে জানাজা শেষে জামিয়ার কবরস্থানে দাফন করা হয় মুখলেস এই আলেমকে।
আল্লামা মুছা সাহেবের মৃত্যুতে পুরো রাংগুনিয়া যেন পরিণত হয়েছে শোকের বিরহে সবার মুখে এবং চেহারায় আল্লামা মুছা সাহেব (রহ:)-এর মৃত্যুতে শোকাহত চিত্র ফুটে উঠেছে ।
সোশ্যাল মিডিয়া যেন পরিণত হয়েছে শোকবইয়ে। ফেসবুক ইউজারদের টাইমলাইন, বিভিন্ন গ্রুপ আর পেইজে ঘুরছে আল্লামা মুছা সাহেব (রহঃ)এর বিভিন্ন সময়ের ছবি নামাজে জানাজার ছবি, ভিডিও। শোকাহত কেউ লিখছেন কবিতা। কেউ দিচ্ছেন আবেগঘন স্ট্যাটাস।
উল্লেখ্য (২৫জুন) দিবাগত রাত ২.৩০মিনিটের চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে আল্লামা মুছা সাহেব ইন্তেকাল করেন।তাঁর মৃত্যুতে কাঁদছেন তাঁর ছাত্র-ভক্তসহ আলেমকূল।সর্বস্তরের মানুষের চেহারায় বিরহে শোকে শোকাভিভূত হয়েছে।
সবার মূখের ভাষায় এবং চোখের কান্নায় প্রকাশিত হচ্ছে হে আল্লাহ আমাদের প্রিয় এই রাহবারকে জান্নাতের উঁচু মাকাম নসীব করুন।