আশার উদ্যোগে হবিগঞ্জে ৬ হাজার ১শ পরিবারকে ৯৮ মেট্রিক টন খাদ্য সহায়তা

প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২০

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি,
করোনা ভাইরাস মোকাবেলা বেসরকারি সংস্থা আশার উদ্যোগে সারা দেশের জেলা, উপজেলা ও ইউনিয়নের ন্যায় হবিগঞ্জ জেলায় ৬ হাজার ১শ পরিবারকে ৯৮ মেট্রিক টন খাদ্য সহায়তা হয়েছে। ১০ মে রবিবার সকাল ১১ টায় চুনারুঘাট উপজেলা চেয়াম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর এর কাছে ১৬ টন, ইউএনও এর কাছে ৮ টন এবং চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট মোট ৮ টন খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। পর্যাক্রমে ৯টি উপজেলায় এসব খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে আশার কর্মকর্তারা জানিয়েছেন। প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ লিটার লে ত্রান হস্থান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার ডিভিশনাল ম্যানেজার মোঃ সাজিজুল ইসলাম চৌধুরী, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ কামাল মিয়া, সিনিয়র লিয়াজু অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী, ডিস্ট্রিক ম্যানেজার কামাল হোসেন খাঁন, আরএম নাজমুল হকসহ অন্যান্যরা। ডিএম সাজিদুল ইসলাম চৌধুরী বলেন, এই দূর্যোগে যাতে কর্মহীন কোন মানুষ না খেয়ে থাকতে হয় সে জন্য আশার উদ্যোগে হবিগঞ্জ জেলায় প্রায় কোটি টাকার খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। অনুরূপভাবে সারা দেশের গ্রাম পর্যায়ে।




error: Content is protected !!