আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য  ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী চৌধুরী অনর উদ্দিন জাহিদের বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত৷ 

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৩
নবীগঞ্জ প্রতিনিধি: আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ  নির্বাচনে  সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী,  উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের কৃতি সন্তান বিষিষ্ট  সমাজসেবক, যুক্তরাজ্য আওয়ামীলীগ (কোভেন্ট্রি শাখার) সিনিয়র সহ-সভাপতি চৌধুরী অনর উদ্দিন জাহিদ এঁর বাস ভবনে বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে  এযেন এক মিলন মেলায় পরিণত হয়৷
(১৭ জুন শনিবার বেলা ২টায়  অনর উদ্দিন চৌধুরী জাহিদের বাসভবন উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ আহমদ আজাদ, মোঃ সরওয়ার শিকদার,
 আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির,মুহিবুর রহমান চৌধুরী, কালিয়ার ভাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, পুকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হোসেন,
প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম.মুজিবুর রহমান,সাবেক সাধারণ সম্পাদক সলিল বরণ দাশ,
 শ্রমিক লীগ নেতা আব্দাল করিম, অঞ্জন পুরকায়স্থ,
কুর্শি ইউপি আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরী, ইউপি বিএনপি সভাপতি মতিউর রহমান জামান,যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি  আ:আউয়াল, অবসর প্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম রেনু, আওয়ামী লীগ নেতা মোতাব্বির সরদার, ইউপি যুবলীগ সভাপতি নেছার আহমেদ জগলু, কালিয়ার ভাঙ্গা ইউপি যুবলীগের সাবেক সভাপতি স্বাধীন চৌধুরী,আওয়ামীলীগ নেতা রাশিকুল ইসলাম, কুর্শি ইউপি বিএনপি নেতা মঈনুল ইসলাম বাচ্চু, আব্দুর রকিব, জাকির হোসেন,
আ: মালিক, নবীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী সুমন চৌধুরী,
যুবলীগ নেতা আব্দুস সামাদ আজাদ, মীর্জা আশরাফুল বেগ রনি৷
বিশিষ্ট মুরব্বি আব্দুল হালিম  রুহল আমীন প্রমুখ৷ অনর উদ্দিন চৌধুরী জাহিদ তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশ,মাটি ও মানুষের কল্যাণে সবসময় অসহায় মানুষের  জন্য কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করেন তিনি । পাশাপাশি যে কোনো দুর্যোগ মোকাবেলায় সবসময়ই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন  নিরলসভাবে৷ আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইসচেয়ারম্যান পদে তিনি বিজয়ী হলে  সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে নবীগঞ্জ উপজেলাকে একটি  মডেল ও স্মার্ট  উপজেলা  হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন৷
তিনি সমাজের সর্বস্তরের  মানুষের  দোয়া/আশির্বাদ ও সমর্থন কামনা করেন৷



error: Content is protected !!