আয়ারল্যান্ডে কোভিড ১৯ এর বেকার ভাতার সময় তিন মাস থেকে বাড়ানো হতে পারে বলে প্রধানমন্ত্রীর আশ্বাস।

প্রকাশিত: ১০:১৪ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২০

আব্দুল হান্নান জুন্নুন, আয়ারল্যান্ড থেকে:
আয়ারল্যান্ড প্রধানমন্ত্রী লিও ভারাদকার আজ সংবাদ সম্মল‌নে বলেছেন যে কোভিড -১৯ জরুরি অবস্থার জন‌্য যে নূন‌্যতম মজুরি ৩৫০ ইউ‌রো মহামারী বেকার ভাতা নির্ধারন করা হ‌য়ে‌ছিল সেটা এই মূহ‌র্তে কাটা স‌ঠিক হ‌বে না ব‌লে তি‌নি ম‌নে ক‌রেন। এর আগে তিনি সংস‌দকে নি‌শ্চিত ক‌রে ব‌লে‌ছেন যে সরকা‌রের এই সহায়তা ৮ ই জুন পর্যন্ত অব্যাহত থাকবে এবং পরবর্তী সপ্তাহে এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হ‌বে বলে তি‌নি সংসদ‌কে অ‌ভি‌হিত ক‌রে‌ছেন।
সূত্র : RTE NEWS




error: Content is protected !!