আয়ারল্যান্ডে বাসায় বাসায় রোগীর ঔষধ ও প্রেসক্রিপশন পৌঁছে দিচ্ছে ড্রোন।

প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, মে ৫, ২০২০

আব্দুল হান্নান জুন্নুন,নিজস্ব প্রতিনিধিঃ
আয়ারল্যান্ডের স্বাস্হ্য মন্ত্রনালয় কোভিড-১৯
এর লকডাউনে থাকা গ্রামঞ্চলের সকল রোগী ও বয়স্কদের ঔষধ ও খাবার পৌচানোতে ড্রোন ব্যবহার করার সিন্ধান্ত গ্রহন ও সার্ভিসটি পরীক্ষামুলক চাল হয়েছে এবং সফল ও হয়েছে।

মানা এরো নামক কোম্পানীটির সাথে স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ যৌথভাবে এই কার্যক্রমের পরীক্ষামূলক সেবা ইতিমধ্যে চালু করেছে। মনীগালের প্রত্যন্ত অঞ্চলে ঝুঁকিপূর্ণ বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ডাক্তারের প্রেসক্রিপশন ও ঔষধ পাঠিয়ে দেয়া হয়েছে ড্রোনের মাধ্যমে। যে ড্রোনকে এ কাজের জন্য বেছে নেয়া হয়েছে তা ওয়েলসের তৈরী।

বৃটিশ সরকারও আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের দেশে এই সেবা কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।




error: Content is protected !!