ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি’র সুস্থতা কামনায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

আসলাম পারভেজ,হাটহাজারীঃ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সুস্থতা কামনায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া মাহফিল ও খতমে কোরান অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার(১২অক্টোবর) আছর নামাজের পর ইমাম শেরে বাংলা মসজিদের দ্বিতীয় তলায় হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসানের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন হচ্ছেন চট্টগ্রামের আওয়ামীলীগের জন্য বটগাছ। প্রয়াত আখতারুজ্জামান বাবু, আব্দুল মান্নান, মহিউদ্দিন চৌধুরীর পর উনিই পরামর্শদাতা। রাজনীতি করতে গিয়ে বহুবার তিনি মৃত্যপথ থেকে বেঁচে এসেছেন আমরা সকলেই দোয়া করছি এবারও তিনি শারিরীক অসুস্থতা কাটিয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগসহ সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ছাত্রলীগকে দুর্বল করতে একটি চক্র সক্রিয়। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে নীলনকশা তৈরী করছে। দেশে একযোগে সিরিজ হামলা করেছিল এবার ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে সিরিজ ধর্ষণ করছে একযোগে। আর এটাকে ইস্যু করে মানববন্ধন ও প্রতিবাদের নামে প্রধানমন্ত্রীকে কটুক্তি করছে। ছাত্রলীগকে দুর্বল করার চেষ্টা করছে। তাই প্রত্যেকটা জায়গা কমিটি গঠন করে ইভটিজার, ধর্ষণকারীদের প্রতিহত করতে হবে। যারা মা বোনের ইজ্জত নিয়ে টানা হেচড়া করে তাদের চোখ উপড়ে ফেলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবু আলম, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন মাহমুদ, হাবিবুর রহমান রাজু, রাকিব, সেকান্দর তুহিন, রাশেদ মেহেদী, যুবলীগ নেতা মোহাম্মদ হানিফ, মোঃ জাবেদ, ইকবাল বাপ্পি, রানা, রুমেল, মনছুর, ওসমান গণি, দুলাল, তাহের, আজিজ, ফরিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাওন মাহমুদ, জি. এম নিশান, আজম, সিরাজ, শাওন, রুবেল, তামিম, ফয়সাল, খোরশেদ, পৌরসভা ছাত্রলীগের রবিন, পাবেলসহ উপজেলা নেতৃত্বাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা তাজুল ইসলাম।




error: Content is protected !!