ইতালিতে ওয়াজ মাহফিল

প্রকাশিত: ৬:২৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০

ইতালির পালেরমোতে দ্বিতীয়বারের মত ভেক্ষিও জামে মসজিদের উদ্যাগে শনিবার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ কমিটির সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে মাওলানা ক্বারি শামিম আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউরোপিয়ান জামেয়া ইসলামিয়া লন্ডনের প্রিন্সিপাল ড. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি মাওলানা জহিরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন মাওলানা শামিম আহমেদ, ফ্রান্স থেকে আগত মাওলানা মুহিবুল্লা হিলাল, মাওলানা ফজলুল হক, ইসলাম খান প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসুলের (সা.) আদর্শ মেনে চলতে পারলে আমরা দুনিয়া আখেরাতে সফল হতে পারব। আল্লাহর ভয় যদি আমাদের মনে থাকে তাহলে মানুষ কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারেনা। দুনিয়ার লোভ পরিহার করে আল্লাহকে ভালবাসতে পারলে আখেরাতের পথ সুগম হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী কমিউনিটি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ওয়াজ মাহফিলে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




error: Content is protected !!