ঈদ উপলক্ষে তিস্তা নদীর ভাঙ্গণ এলাকায় “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” খাদ্য সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক।

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০

মোঃ মেজবাউল হোসেন-নীলফামারী(ডিমলা)প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ও ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নে সাম্প্রতি ভারীবর্ষণ এবং উজানের পাহাড়ী ঢলে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় তিরবর্তী এলাকার আংশিক অংশ ভেঙ্গে যায়।

আজ শুক্রবার (৩১-জুলাই) বেলা সারে ১২টায় ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলার দুইটি ইউনিয়নে বন্যায় নদী ভাঙ্গণ এলাকা পরিদর্শন করতে এসে উপজেলা প্রশাসনের সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৫ টি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্ধকৃত শুকনা খাবার বিতরণ করেছে নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার জন্য স্থানীয় মসজিদে নামাজ শেষে মুসল্লীদের প্রতি আহবান জানান।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মোঃ আল কামাহ তমাল, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, খালিশা চাপানী ইউ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার, ঝুনাগাছ চাপানী চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান, খালিশা চাপানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আক্তারুজ্জামান আকুল চৌধুরী উপস্থিত ছিলেন।




error: Content is protected !!