(কবিতার ভাষায় রঙ্গের দূনিয়া)
মোঃ-জসিম উদ্দিন
ঈদ মানে সামাজিক মেলবন্ধন
ভয়ে বাড়ে হার্টবিট হৃদয় স্পন্দন
করোনার পরিনিতি করুন হিসেব
উচু নিচু মানেনা নেই বর্ন ভেদ।
নীদ নেই চোঁখেতে
ঈদ কার সমাচার
খিদে পেটে জাবর কাটে
ঈদ জানি কবে কার
ভয় ভয় করোনা
এই এলো ধারনা
মনে নেই শান্তি
কায়া ভরা ক্লান্তি
চাকা ঘুরা শ্রমিকের
ইনকাম বন্ধ
লকডাউন নামে তার
হারিয়েছে ছন্দ।
সামাজিক দুরত্বে
দুর হলো কাজ কাম
খেটে খাওয়া মানুষের
বেঁচে থাকার সংগ্রাম।
বৈদেশিক রেমিটেন্স
আসা হলো বন্ধ
ভাই বুঝি পর হলো
ঘরে ঘরে দ্বন্দ্ব।
সরকারি অনুদান ভুলবার নয়
চাল ডাল ইত্যাদি পায় সমুদয়।
তুমি যেমন ঘরে আছো
সব্বাই তেমনি
বৈশ্বিক মহামারি সব্বাই এমনি
ছেলে মেয়ে স্কুলে যাওয়া হলো বন্ধ
কবে জানি ফিরবে স্বাভাবিক ছন্দ
যেই ফোন বলে দিতো যেতে বহুদুর
ঘরে থাকো ঘরে থেকো তোলে করোন সুর
সামাজিকতা আজ কঠোর মানা
তুমি আমি আমরা সবার জানা
ঈদ নেই সেই আমেজে
নেই কোলাকুলি
একটু দুরে থাকো এইতো বুলি
সুস্থ দেহে শুধু বাঁচতে চাই
করোনা থেকে তাই মুক্তি চাই।