উখিয়ার চেপটখালী গভীর পাহাড়ে বন্দুক যুদ্ধে রোহিঙ্গা হাকিম ডাকাত এর ভাই সহ চারজন নিহত

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।উখিয়া উপজেলার পালংখালীর পশ্চিম দিকে চেপট খালির গভীর পাহাড়ে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে কুখ্যাত হাকিম ডাকাতের দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছে।

২৬ জুন সকালে কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাইসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় ৪০ হাজার পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়। ২৬ জুন শুক্রবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ে পুলিশ অভিযান চালাতে গিয়ে এই ঘটনা ঘটে। কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ডাকাত দলের সদস্যরা হলেন টেকনাফের আলোচিত রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাই বশির ও হামিদ এবং অপর ২ জন রফিক ও রইঙ্গা। ঘটনাস্থল থেকে হাকিম ডাকাত পালিয়ে যান বলে জানান পুলিশ সুপার।

জেলা পুলিশের পক্ষ থেকে এই অভিযানের সত্যতা নিশ্চিত করা হলেও অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

তবে জেলা প্রশাসন টেকনাফ মডেল থানা পুলিশের এই দুঃসাহসিক অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
গত দুই মাসে এ ডাকাত দলের সদস্যরা স্থানীয় চার যুবককে অপহরণ করে হত্যা করে।
এ অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।




error: Content is protected !!