উখিয়ার রুবাইয়া নাজনীন অর্ধকোটি টাকা মূল্যের ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২০

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার রামু উপজেলার চেইন্দা এলাকায় কক্সবাজার র‍্যাব-১৫ অভিযান চালিয়ে ৯ হাজার ৭০০ পিস ইয়াবাসহ উখিয়া জালিয়াপালং রুপপতি গ্রামের রুবাইয়া নাজনীনকে আটক হন।
সোমবার (২০ জুলাই) র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

বিবৃতি জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে ১ মহিলা ইয়াবা ট্যাবলেটসহ রামুচেইন্দা এলাকাস্থ ইন্টারন্যাশনাল এমাউজমেন্ট পার্ক এ্যান্ড রিসোর্ট এর সামনে অবস্থান করছে।

এমন সংবাদে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল বিকাল ৫টা ৩০ এর দিকে উক্ত স্থানে পৌছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রুবাইয়া (২৪) র‌্যাবের জালে আটকে যায়।

পরে শপিং ব্যাগ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সর্বমোট ৯ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মহিলা স্বীকার করে দীর্ঘদিন মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলো৷

আটককৃত মহিলা রুবাইয়া নাজনীন কক্সবাজার (২৪) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রূপপতি গ্রামের রফিকুল ইসলামের সহধর্মিণী।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা প্রায়।

গ্রেফতারকৃত পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রামু থানায় সোপর্দ করা হয়েছে কক্সজার র‌্যাব-১৫।




error: Content is protected !!