আসলাম পারভেজ হাটহাজারী
চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতির শেষ পর্যায়ের মাঠ পরিদর্শন করেছেন উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম।
বুধবার দুপুরে তিনি সম্মেলনের নির্ধারিত পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন। এসময় তিনি মাঠের চলমান কাজ ঘুরেফিরে দেখেন এবং নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। পরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি বলেন, দীর্ঘদিন উত্তর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উত্তর জেলায় এবং হাটহাজারীতে হতে যাচ্ছে। এতে দলের নেতাকর্মীরা আনন্দিত উচ্ছাসিত। উৎসবমুখর পরিবেশে আশা করছি সম্মেলন শেষ হবে। এ লক্ষে যুবলীগ সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। আওয়ামীলীগ তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছে। সম্মেলনে নিরাপত্তায় ইতিমধ্যে আইনশৃংখলা বাহিনা পুলিশ, গোয়েন্দা সংস্থার সাথে দফায় দফায় বৈঠক হয়েছে। সম্মেলনে সর্বোচ্চ পদ সভাপতি সম্পাদক নির্বাচন নাকি মনোনয়ন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ঠিক করবেন। যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী সবকিছু হবে বলে জানান তিনি। এসময় বর্তমান সভাপতি ও সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এবং সভাপতি পদপ্রার্থী এস. এম রাশেদুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম, সদস্য এডভোকেট দিদারুল আলম বাবুল, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন নোমান, চিকনদন্ডী ইউপি চেয়ারম্যান হাছান জামান বাচ্চু, মির্জাপুরের আক্তার হোসেন খাঁন সুমন, বিভিন্ন প্রার্থীসহ জেলা উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামি রোববার (২৯ মে) সম্মেলন অনুষ্ঠিত হবে।