কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : তীব্র শীতে কাঁপছে উপকূলীয় এলাকার হতদরিদ্র মানুষজন। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা থাকছে গ্রামীন জনপদ। প্রায়শই দুপুর গড়িয়ে গেলেও দেখা মেলেনা সূর্যের। বুধবার দুপুর পর্যন্ত পটুয়াখালী জেলায় সর্বনি¤œ ১১.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
বুধবার সরেজমিনে গিয়ে ও তথ্য সূত্রে জানা যায়, এই তীব্র শীতে চরম ভোগান্তিতে রয়েছে চরাঞ্চলের বাসিন্দারা। বেকায়দায় পড়েছে গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলে ও নি¤œ আয়ের শ্রমজীবিরা। অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে ভীড় করছে অনেক হতদরিদ্র মানুষ। এদিকে এলাকার হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।