রুহুল আমিন,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের হাওর এলাকার বিশাল জনপদ ইটনা মিঠামইন অষ্টগ্রাম পর্যটন সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। একটি মাত্র সড়ক বদলে দিয়েছে বিশাল এই হাওরের সামগ্রিক দৃশ্যপট। সড়কটি নির্মাণের স্বপ্ন দেখেছিলেন ভাটির শার্দুল, ভাটির সন্তান মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাঁর হাত ধরেই হাওরের বিশাল জলরাশির বুকচিরে বাস্তবায়িত হয়েছে ৩৫ কিলোমিটার দীর্ঘ নয়নাভিরাম দৃশ্যের এই সড়কটি।তিন উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের জন্য তৈরি করা নান্দনিক এই সড়কটি এখন হয়ে ওঠেছে সৌন্দর্য্যের আর আকর্ষণের মিলন মেলায়।সড়কটি দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণ প্রেমীরা। হাজারো পর্যটকের পদচারণায় এখন মুখরিত হাওরের একসময়ের অবহেলিত আর প্রত্যন্ত এই জনপদ। স্থানীয়দের প্রত্যাশা মহামান্য রাষ্ট্রপতি স্বপ্নের এই নান্দনিক সড়কটি কে কেন্দ্র করেই হতে পারে বিশাল এক পর্যটন স্পট।