একাত্তরের বঙ্গবন্ধু

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

মুহা. সাজেদুল ইসলাম (শান্ত)

বঙ্গবন্ধু নামটি লেখা থাকবে
চিরকাল ইতিহাসের পাতায়,
বঙ্গবন্ধু নামটি আজো আমায়
মুক্তির পথ দেখায়।

বঙ্গবন্ধু তোমায় খুঁজে বেড়াই
কোথায় গেলে তুমি,
তোমার জন্যে কান্নায় কাতর
সবুজ-শ্যামল জন্মভূমি।

আজো মনে পরে একাত্তরের
সেই কষ্ঠের কথা,
স্বাধীনতা আসার পূর্বেই তো
দ্বাসত্বের সেই প্রথা।

একাত্তরের যোদ্ধে ভেসে গেছে
রক্ত নদীর বন্যা,
নিরোপায় দুটি চোখ দেখেছে
মা বোনের কান্না।

৭ই মার্চের তাপ্ত ভাষণ
ছিল বিশাল আহ্বান,
দেশের জন্য বিলিয়ে দিয়েছে
শহিদের জীবন কোরবান।

বঙ্গবন্ধু তোমার সেই আত্মত্যাগের
কি ছিল মহা কারণ,
আগন্তুকের ভেসে আসবে তুমি
বুলিনি তোমায়, রেখেছি স্মরণ।




error: Content is protected !!