এ.বি. প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩৫০ শিক্ষাথীর মাঝে  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই-চিনি বিতরণ।

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ১১, ২০২১

কালীগঞ্জ, (ঝিনাইদহ) প্রতিনিধি
মোঃ আনোয়ারুল আজীম ও আলহাজ্ব বদর উদ্দীন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষাথীর মাঝে সেমাই, চিনি বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০ টায় ঝিনাইদহের ঐতিহ্যবাহী কালীগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত মোঃ আনোয়ারুল আজীম ও আলহাজ্ব বদর উদ্দীন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) বিদ্যালয়ের ৩৫০ জন দরিদ্র শিক্ষাথীর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ কেজি সেমাই, ১ কেজি চিনি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ও সভাপতি মোঃ আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ বদর উদ্দিন, শহীদ নূর আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রাসেদ সাত্তার তরু মোবারকগঞ্জ চিনিকলের সিবিএ সভাপতি মোঃ গোলাম রসুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মতিন পাতা মিয়া, মোহনা টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও চ্যালেঞ্জার মানব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সোহেল আহমেদ এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরা চৌধুরী। 




error: Content is protected !!