কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা নারী গ্রেফতার।

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় দুই হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গতকাল রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট হতে আটক করেছে ৮ এপিবিএন।
৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরান হাসান আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএন, পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নি:) মুহাম্মদ ফয়জুল আজীম এর নেতৃত্বে এসআই (নি:) শেখ মোঃ ইয়াছিন তার ফোর্সসহ আজ দুপুর সাড়ে ১২ টার দিকে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ইস্ট এর সিআইসি অফিসের সামনে রাস্তার উপর ২ হাজার পিচ ইয়াবাসহ এফডিএমএন (রোহিঙ্গা) নারী আমিনা খাতুন (৪৫) কে আটক করে।

আটককৃত রোহিঙ্গা নারী ক্যাম্প-৮ইস্ট, ব্লক- বি/৭৯ এর রশিদ আহমেদের স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গা নারীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।




error: Content is protected !!