
উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-
কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়ন এর থাইংখালী জামতলী হাফেজ নুরুল ইসলামের ভাড়া বাসা থেকে ফাতেমা নামের এক মহিলা এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২ তারিখ রাত ১২ টা ৩০ মিনিটের সময় ওই ফাতেমা খাতুনের স্বামী বিল্লাল হোছেন ৯৯৯ এ মোবাইল করে তার স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানান।
এর পর উখিয়া থানার এস আই মহসিন ঘটনা স্থলে এসে ওই মহিলার স্বামী বিল্লাল হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য নিয়ে যায়।
অনুসন্ধানে জানা গেছে, বিল্লাল হোছেন (২৩) পিতা নান্নুমিয়া, থানা গড়াইল জেলা টাঙ্গাইল ওই বাসায় তার স্ত্রী ফাতেমা খাতুনকে নিয়ে ভাড়া থাকতেন। তিনি এম এস এফ হাসপাতালে নার্সিং পোষ্টে জামতলী অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে চাকরী করেন।