কক্সবাজারে করোনা প্রতিরোধে মাঠে জেলা প্রশাসন।

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে সরকার। ঘোষিত ১৩ নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ (বুধবার) কক্সবাজার জেলার সব উপজেলা এবং বিভিন্ন পর্যটন স্পটে সচেতনতার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয় ও সাধারণ জনগণের মাঝে ১১ হাজার ২৬৭ টি মাস্ক বিতরণ করা হয়।

এই অভিযানের সময় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫১ টি মামলায় ৫১ জনকে ৪৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে আরো জানা যায়, জনসাধারণকে সচেতন করতে এই অভিযান চলমান থাকবে।




error: Content is protected !!