কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।
উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর এবং বাংলাদেশের পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কক্সবাজার প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করা ও কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা এডভোকেট রেজাউল করিম রেজার উপর হামলার প্রেক্ষিতে প্রতিবাদ সমাবেশ ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করা হয়।
কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সুবীর চৌধুরী বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অফিসার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক করিমউল্লাহ কলিম, উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান টিপু, এডঃ ইসহাক সিকদার, সুখেন্দু বড়ুয়া, আবদুর রহমান, সুজন লস্কর, আনোয়ার সিকদার, উমার রাযী।
পর্যটন শহর কক্সবাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিবাদ সমাবেশ শেষে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপিতে যে দাবিগুলো পেশ করা হয় তাহলো-
১. বাসটার্মিনাল থেকে ডলফিন মোড় পুলিশ টহল জোরদার,
২. ডাটাবেইজ তৈরি করে পুলিশ প্রশাসন কতৃক টমটম অটোরিকশা ও সিএনজি গাড়ির ড্রাইভারদের গলায় পরিচয় পত্র ঝুলানো,
৩. পর্যটক বহনকারী গাড়ি রং আলাদা ও ইউনিফর্ম পরিধান করা,
৪. পর্যটক বহনকারী সকল গাড়ি হলিডে মোড় পর্যন্ত ঢুকতে দেওয়া।
৫. এবং এডভোকেট রেজাউল করিম রেজার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।