কচুয়ায় হতদরিদ্র পরিবারের মাঝে মোবাইল মানিট্রান্সফারের মাধ্যমে নগদ টাকা বিতরন।

মোঃমাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
বাগেরহাটের কচুয়ায় উপজেলার ৫টি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে মোবাইল মানিট্রান্সফারের মাধ্যমে নগদ টাকা বিতরন করা হয়েছে।ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপির উদ্যোগে তিনদিন ব্যাপি উপজেলার ৫টি ইউনিয়নের মোট ৮শ পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।প্রতিটি পরিবারকে ৩ হাজার টাকা দেয়া হয়।
এসময় উপস্হিত ছিলেন, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান,শিকদার হাদিউজ্জামান হাদিজ,বাধাল ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড.পংকজ কান্তি অধিকারী, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপি ম্যানেজার তপন কুমার মন্ডল, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কচুয়া এপির প্রোগ্রাম অফিসার বিপ্লব মন্ডল,দিনা পারোয়ারী,বিপ্লব আইজ্যাক সরদার।
আরো উপস্হিত ছিলেন প্রত্যেক ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ, শিক্ষক,বিভিন্ন সংগঠনের নেতা কর্মী,গ্রাম উন্নয়ন কমিটির সদস্য,শিশু ফোরাম প্রতিনিধিরা।