কম্বল নিয়ে গভীর রাতে অসহায় মানুষের পাশে উদ্ভাবক মিজান

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

রাত গভীর শীতে কাঁপছে রাস্তার ধারে কুড়ে ঘরে অসহায় হত দরিদ্র মানুষ খোঁজ খবর নেয়ার কেহ নাই যেন তাদের।

এই সমস্ত অসহায় হত দরিদ্র মানুষের মাঝে তাদের কষ্ট ও শীত নিবারণ করতে ছুটে চলছে গভীর রাত পর্যন্ত দরদী মিজান।

প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলছে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজানের অসহায় হত দরিদ্র গরীব পথশিশু পাগলদের মাঝে ভ্যাম্যমাণ কম্বল বিতরণ।

যশোর জেলার শার্শা উপজেলা
সহ সারাদেশের সচেতন নাগরিকগণ বলেন আজ যদি উদ্ভাবক মিজানের মত প্রতিটি থানায় একজন দররী মানুষ থাকতো তবে দেশে অসহায় হত দরিদ্র মানুষের কোন দুঃখ কষ্ট থাকতো না।

এছাড়াও করোনা ভাইরাসের শুরু থেকে উদ্ভাবক মিজানুর রহমান মিজানের রান্না করা খাবার বিতরণ মাদ্রাসার এতিম ছাত্রদের পবিত্র কোরআন শরিফ বিতরণ করে আসছে

এখনো পর্যন্ত শার্শা
নাভারণে ফ্রি খাবার বাড়িতে অসহায় হত দরিদ্র পাগল পঙ্গু ভবঘুরে মানুষের মাঝে প্রতিদিন খাবার বিতরণ আব্যাহত রেখেছেন।




error: Content is protected !!