করোনাকালীন বন্ধ থাকায় এতিমখানার খন্ডকালীন শিক্ষকরা আর্থিক সংকটে

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০

স্টাফ রিপোর্টারঃ
করোনাকালীন বন্ধ থাকায় হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার খন্ডকালীন শিক্ষকরা আর্থিক সমস্যায় দিন কাটাচ্ছে। প্রথম দিকে ঠিক মতো বেতন দিলেও তিন চার মাস ধরে তাদের বেতন বন্ধ করে দেয় এতিমখানা কমিটি । এতিমখানা সুত্রে জানা যায় প্রতিবছর সরকারি অনুদান আসে ৬ লাখ টাকা, বিভিন্ন মহলের নগদ সহায়তা ৪ লাখ টাকা। এতিমখানার ৩য় ও ৪র্থ তলার ভাড়া প্রতিবছর আসে ৪ লাখ টাকা। এছাড়া অনেকে গরু ছাগল দিয়ে, প্রবাসীরা বাইরে থেকে সহায়তা করে। এতিমখানার একাউন্টে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও তারা বেতন না পেয়ে হতাশ। এই বছরে প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় খরচ আগের তুলনায় অনেক কমে গেছে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ২১ সদস্য বিশিষ্ট এতিমখানায় মোট শিক্ষার্থী ১০০ জন। মাসিক মিটিংয়ে খন্ডকালীন শিক্ষকরা বেতন দেওয়ার জন্য আবেদন করলেও কর্ণপাত করেনি কমিটি। খন্ডকালীন শিক্ষকদের দাবি, হয় প্রতিষ্ঠানের ক্লাস কার্যক্রম শুরু করা হোক, নতুবা মাসিক বেতন পরিশোধ করা হোক। এছাড়াও এতিমখানা কমিটির বিভিন্নভাবে দূর্নীতির অভিযোগ রয়েছে ছাত্র শিক্ষকদের বর্ণনা মতে। ছাত্রদের নিম্নমানের খাবার প্রদান, কাপড় চোপর কিনে না দেওয়া এবং কমিটির লোকজন কতৃর্ক এতিমখানার টাকা আত্বসাতের বিষয়টি খতিয়ে দেখছেন সমাজসেবা অধিদপ্তর।




error: Content is protected !!